দেশজুড়ে

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় লাকি রানী দাস (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক সড়কের ঘাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি রানী উপজেলার নারায়ণপুর গ্রামের যতীন্দ্র দাসের মেয়ে। সে ঘাগলি নারায়ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ঘাগলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করেছে পুলিশ।এআরএ/পিআর