দেশজুড়ে

কোম্পানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু সায়েমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাফায়েত (৭) ও সাহিদ (৮) নামে আরো দুই শিশু দগ্ধ হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জান্নাতুল খাদিজা জানান, সায়েমের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছিল। স্থানীয় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন জাগো নিউজকে জানান, বিকেল সাড়ে ৪টায় ইউনিয়নের বাগদারা বাজারে আবুল কালাম তার চায়ের দোকান খুলে গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এসময় দোকানে জিনিসপত্র কিনতে আসা দুই শিশু সাফায়েত ও সাহিদ গুরুতর আহত হয়। সাফায়েত একই ইউনিয়নের নুরনবীর ছেলে এবং সাহিদ তরিক উল্যার ছেলে। তবে ঘটনার সময় দোকানদার কালাম সরে যাওয়ায় তার কোনো ক্ষতি হয়নি। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থানা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। এ ঘটনায় দগ্ধ আরো দুই শিশুকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান/এআরএ/পিআর