দেশজুড়ে

জয়পুরহাটে ভাষা সৈনিক মরহুম মীর শহীদ মণ্ডলের নাগরিক শোক সভা

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক মরহুম মীর শহীদ মণ্ডেলের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল ৫টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নাগরিক শোক সভায় আওয়ামী লীগ নেতা আব্বাস আলী মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোফাখ্খারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, রাজা চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল, সদর পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না ও মরহুম মীর শহীদ মণ্ডলের কন্যা শাহরিমা রুমা।একে