দেশজুড়ে

কাহারোলে ছেলেকে মেরে বাবার আত্মহত্যা

দিনাজপুরের কাহারোল উপজেলায় আট বছরের ছেলে মুন্নাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার পর আত্মহত্যা করেছেন জিন্নাত  (৩০) নামে এক ব্যক্তি। রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।জিন্নাত কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ও তার ছেলে মুন্না সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।নিহত রিকশাচালক জিন্নাতের মা তারা বানু জানান, তিনি প্রতিদিনের মত সকালে দশ মাইল মোড়ে একটি হোটেলে কাজ করতে গেলে ১০টার দিকে ছেলে ও নাতির মৃত্যুর খবর পান। তবে ঘটনার কারণ তিনি জানাতে পারেননি।কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, জিন্নাত গত ৯/১০ বছর আগে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় একটি গার্মেন্টে চাকরি করত। কিছুদিন পর তাদের একটি সন্তান হয়। শিশুটি একটু বড় হলে তাকে দিনাজপুরে দাদী তারা বানুর কাছে রেখে স্বামী-স্ত্রী ঢাকায় চাকরি করত। এরই মধ্যে তার স্ত্রী ময়ফুল বেগম পরকিয়ায় জড়িয়ে অন্য একজনকে বিয়ে করে। পরে জিন্নাত দিনাজপুরে ফিরে এসে রিকশা চালাতে শুরু করে। জিন্নাতের মা তারা বানু ছেলের সুখের কথা চিন্তা করে ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দেন। সেই থেকে মুন্না তার দাদীর কাছেই থাকত।তিনি আরো জানান, প্রাথমীকভাবে ধারণা করা হচ্ছে জিন্নাত হতাশা থেকে নিজের ছেলেকে মারার পর নিজেও আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এমদাদুল হক মিলন/এফএ/পিআর