জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আব্দুল হাই (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার তিন সহযোগী আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। নিহত আব্দুল হাই উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানি জামিরা গ্রামের মো. আব্দুল সাত্তারের ছেলে।আহতরা হলেন- রাজু মিয়া (৫৫), ছাইদুল ইসলাম (৪৫) এবং আব্দুল কালাম (৫০)। তাদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানি জামিরা গ্রামে আব্দুল হাই তার সহযোগীদের নিয়ে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ দিতে যান। এ সময় একই গ্রামের রাজু মিয়া ও তার সহযোগীরা তাদের বাধা দেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুল হাই ও তার চার সহযোগীকে গুরুতর আহত করে।আহতদের উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাইয়ের মৃত্যু হয়। নবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।এমদাদুল হক মিলন/এএম/এবিএস