সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাদরাসাপাড়া এলাকা থেকে বাহাদুর হোসেন (৩০) নামে এক জেএমবি (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্যকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। সোমবার সকালে তাকে তাড়াশ বাজার থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার জেএমবি সদস্য আতাউল হক ওরফে বাহাদুর হোসেন (৩০) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডারী গ্রামের ইউসুফ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে জিহাদি বই এবং লিফলেট উদ্ধার করেছে পুলিশ।সিরাজগঞ্জের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, আতাউল আত্মগোপনে থেকে জেএমবি সদস্য সংগ্রহসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে নিয়োজিত ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ তাড়াশ উপজেলা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য আতাউলকে গ্রেফতার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ কার্যালয়ে আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহমদ জানান, আটক আতাউল স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। আগের স্ত্রীর মাথায় সমস্যা থাকায় তিনি দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। সেখানে তিনি জেএমবির সদস্য সংগ্রহ করাসহ গোপনে নানা কর্মসূচি চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বাদল ভৌমিক/এসএস/পিআর