দেশজুড়ে

শৈলকুপায় মহিলা চেয়ারম্যানের গাড়িতে হামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপির গাড়িতে হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।বৃহস্পতিবার রাত ৯টার দিকে শৈলকুপার চণ্ডিপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি জানান, রাতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করার জন্য বের হয়। এ সময় চণ্ডিপুর তেল পাম্পের কাছে গেলে ১০/১২ জন দুর্বৃত্ত গাড়িতে হামলা চালায়। পরে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।শৈলকুপা থানা পুলিশের ওসি ছগির হোসেন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।