দেশজুড়ে

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ

নাটোরের বাগাতিপাড়ায় অস্ত্রের মুখে মেরে ফেলার ভয় দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে উপজেলার পাঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।মামলা নথি সূত্রে জানা গেছে, উপজেলার মুরাদপুর পাঁচুরিয়া আদর্শ বিদ্যালয়েল দশম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতো রোববার বিকেল ৩টার দিকে পাঁচুরিয়া গ্রামের আজম মাস্টারের কাছে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। এসময় একই গ্রামের আবু রায়হানের ছেলে বখাটে সজীব (২৫) পূর্বপরিকল্পিতভাবে তার চাচাতো ভাই মিঠুর ঘরে খাটের নিচে অবস্থান নেয়। পরে ওই ছাত্রী মিঠুর বাসার সামনে এলে তার স্ত্রী ডেইজি বেগম কথা বলার নাম করে তাকে ঘরের ভিতরে খাটের উপর বসতে বলে বাইরে গিয়ে দরজার ছিটকানি লাগিয়ে দেন। পরে সজীব খাটের নিচ থেকে বের হয়ে দেশীয় অস্ত্রের মুখে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর সোমবার দুপুরে ওই ছাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এই ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট  লেখা পর্যন্ত আসামিরা পলাতক থাকায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। রেজাউল করিম রেজা/এআরএ/পিআর/এমএফ