দেশজুড়ে

দিনাজপুরে শিবিরের ৫ নেতা-কর্মী আটক

দিনাজপুর শহরে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।সোমবার রাত ২টায় শহরের রামনগর মোড় ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- জেলার কাহারোল উপজেলার মির্জাপুর গ্রামের মমতাজুর রহমানের ছেলে এবং শহর শিবিরের সভাপতি মো. আয়াতুল্লাহ (৩০), সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ মহেশপুর গ্রামের মো. শফিউল্লাহর ছেলে এবং শিবির কর্মী মো. আজিজুর রহমান (১৮), বোচাগঞ্জ উপজেলার ভোররা গ্রামের মো. এনামুল হকের ছেলে এবং শিবির কর্মী মো. মনজুরুল হাসান (২২)।এছাড়া লালমনিরহাটের সাকোরা গ্রামের আব্দুল করিমের ছেলে এবং শিবির কর্মী সুমন আহম্মেদ (১৮), ঠাকুগাঁওয়ের হরিপুর উপজেলার মান্ডারা কাঁঠালডাঙ্গী গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে এবং শিবির কর্মী মো. আবুল কালাম আজাদ (৩০)।কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান চালিয়ে শহরের রামনগর মোড় ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতা চালানোর জন্য আটক শিবিরের নেতাকর্মীরা ওই ছাত্রবাসে অবস্থান করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু বিষয়ে তথ্য পাওয়া গেছে।এমদাদুল হক মিলন/এসএস/পিআর