দিনাজপুর হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিখোঁজ ছাত্র সিফাত আহম্মেদ শিশিরের সন্ধান পাওয়া গেছে।সিফাত আহম্মেদ শিশির গাইবান্ধা সদর উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে এবং হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। তিনি ক্যাম্পাসের পাশেই ধানসিঁড়ি মেসে থাকতেন।হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. এটিএম সফিকুল ইসলাম জানান, ১৭ জুলাই (রোববার) সন্ধ্যায় সিফাত নিখোঁজ হয়। এরপর থেকে তাকে খোঁজা হচ্ছিল। মঙ্গলবার রাতে মুঠোফোনে সে তার বাবাকে জানায়, সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থান করছে। সিফাত তার বাবাকে জানায়, কে বা কারা মেসে ফেরার পথে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা, চোখ বেঁধে ফেলে। এরপর সে আর কিছুই বলতে পারে না। মঙ্গলবার রাতে সে জ্ঞান ফিরে পেয়ে দেখে সে ময়মনসিংহে। পরে সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অধ্যয়নরত নিকটাত্মীয় এক ছাত্রের কাছে গিয়ে তার ফোন থেকে বাড়িতে বাবাকে ফোন করে ঘটনা জানায়।সিফাতকে নিতে তার বাবা আব্দুল কুদ্দুস মোড়ল গাইবান্ধা থেকে ময়মনসিংয়ে রওনা হয়েছেন বলে জানা গেছে। এর আগে রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় সিফাত পাশের এক বন্ধুর মেসের উদ্দেশে রওনা হন। এরপর থেকে সিফাতের কোনো খোঁজ না পাওয়ায় তার সহপাঠীরা হাবিপ্রবি কর্তৃপক্ষকে জানায়। পরে হাবিপ্রবির প্রশাসন বিষয়টি সিফাতের বাবাকে অবগত করে। হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. এটিএম সফিকুল ইসলাম জানান, সোমবার একটি পরীক্ষায় অংশ না নেওয়ায় সিফাতের নিখোঁজ হওয়ার বিষয়টি সবার নজরে আসে।দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, এ ব্যাপারে মঙ্গলবার সিফাতের বাবা আব্দুল কুদ্দুস মোড়ল ছেলে নিখোঁজের বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।এমদাদুল হক মিলন/এসএস/পিআর/এমএফ