পঞ্চগড়ে চারদিনের অবিরাম বর্ষণে জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার পাঁচ উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও দীর্ঘদিন সংস্কার না করা ড্রেনেজ ব্যবস্থার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি বলে অভিযোগ স্থানয়ীদের। বুধবার সকাল থেকেও জেলা শহরের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিকে, টানা বর্ষণে শহরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে হাঁটু থেকে কোমরপানি। নর্দমার ময়লা পানির সঙ্গে বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। লাগাতার এ বৃষ্টির কারণে সব পেশার মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলার গত চার দিনের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৪০ মিলিমিটার। এতে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে টানা বৃষ্টির ফলে আটোয়ারী উপজেলা শহরের প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে হাঁটুপানি জমেছে। অন্যদিকে শহরের মীরগড় এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের বিকল্প সড়ক ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে জেলার পাঁচ উপজেলার গড় বৃষ্টিপাত যথাক্রমে ১৭ জুলাই ৫০ মিলিমিটার, ১৮ জুলাই ৩২ মিলিমিটার, ১৯ জুলাই ৩০ মিলিমিটার এবং ২০ জুলাই ২০ মিলিমিটার।অন্যদিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পঞ্চগড়-মীরগড় সড়কের সিঅ্যান্ডবি মোড় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছে মীরগড় এলাকার সহস্রাধিক মানুষ।স্থানীয় বাসিন্দা মো. মমতাজ বলেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই উপজেলার শহরের মূল বাজার ফকিরগঞ্জ পানিতে তলিয়ে যায়। এটা দীর্ঘদিনের সমস্যা হলেও যেন দেখার কেউ নেই।এ বিষয়ে ধাক্কামারা ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব জানান, কিছুদিন ধরে অতি বৃষ্টির ফলে বৃষ্টির পানিতে হঠাৎ করেই বিকল্প সড়কটি ভেঙ্গে যায়। মানুষের চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।সফিকুল আলম/এএম/এবিএস