দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত থেকে মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।বুধবার রাত ১১টায় ফুলবাড়ী জলপাইতলী সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বানাহার গ্রামের মো. মকলেছুর রহমানের ছেলে।২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, উপজেলার বানাহার গ্রামের মো. মকলেছুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম বিকেলে বানাহার গ্রামের জলপাইতলী সীমান্তে মাছ ধরতে যায়। রাতে তাকে সেখানে মৃত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের সংবাদ দেয়। সংবাদ পেয়ে আমরা তার মরদেহটি উদ্ধার করি। তার মাথায় ক্ষত চিহৃ রয়েছে এবং কান দিয়ে রক্ত ঝরছিল। এ ছাড়াও তার বুক হতে নাভী পর্যন্ত পোড়ানো ছিল। শরীরের পোড়ানো অংশ দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে কি না বা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা তার মৃত্যু হয়েছে কি না সে বিষয়ে এলাকার কেউ নিশ্চিত ধারণা দিতে পারেনি। এ ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।আব্দুর রাজ্জাক/এফএ/এবিএস