এই সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে অপূর্বের নাম রয়েছে প্রথম দিকেই। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি তিনি সময় দিচ্ছেন সন্তানকেও। আর এজন্য ফাঁকা রাখছেন দিনের বড় একটা সময়। ব্যস্ত তারকারা তাদের সন্তানকে তেমন সময় দেন না এমন অভিযোগ উঠে বারবার। কিন্তু অপূর্ব এমন অভিযোগ শুনতে নারাজ।এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এক সময় শুধু নিজিকে নিয়ে ভাবতাম। এখন আমার ভুবনে এসেছেন নতুন অতিথি। আমার জীবনের সবকিছু ঘিরে এখন শুধু সে। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আমি সর্বদা প্রস্তুত। তাই অভিনয়ের ব্যস্ততার পরও আমি সন্তানের জন্য সময় রাখি।’যেদিন শুটিং থাকে না, সেদিন পুরোটা সময় তিনি তার সন্তানকে দেন। সফল অভিনেতা অপূর্ব সফল বাবা হিসেবে প্রকাশ করতে চান।