আন্তর্জাতিক

নিন্দা সকলের প্রশংসা ভারতীয় রাজনীতিকের

প্যারিসের রম্য সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলাকারীদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের এক রাজনীতিক। এ ঘটনায় বিশ্ব নেতারা যখন শোক ও নিন্দা প্রকাশ করছেন, ঠিক তখনই তিনি তাদের প্রশংসা করলেন। জানা গেছে, উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী ও বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেতা ইয়াকুব কোরোয়েশি পত্রিকা অফিসে হামলাকারীদের উচ্চ প্রশংসা করে বলেন, মহানবী (সা.) এর কটূক্তিকারীদের মৃত্যুই প্রাপ্য ছিল।শুক্রবার ভারতীয় দৈনিক হিন্দুস্থান টাইমস ওই নেতার উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে। সংবাদে বলা হয়, মহানবী (সা.) কে ব্যঙ্গ করে কবিতা লেখা ও কার্টুন আঁকা ব্যক্তিরা উচিত শিক্ষা পেয়েছে। যারা মহানবী (সা.) কে কটূক্তি করার সাহস দেখাবে, তাদের মৃত্যুই প্রাপ্য। তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না।তিনি হামলাকারীদের পাঁচ মিলিয়ন রুপি পুরস্কারের প্রস্তাব দেন বলে খবরে বলা হয়। এ রকম সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। এ বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বিষয়ে ইয়াকুব কোরোয়েশির বিরুদ্ধে তদন্ত করছে তারা।   তবে ওই বক্তব্যের বিষয়টি অস্বীকার করেছেন ইয়াকুব কোরোয়েশি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, প্যারিসে হামলার বিষয়ে আমি কোনো ধরনের মন্তব্য করিনি। এমনকি হামলাকারীদের পুরস্কার দেওয়ার বিষয়টি অবান্তর বলেও দাবি করেন তিনি।উল্লেখ্য, ২০০৬ সালে ডেনমার্কের এক কার্টুনিস্ট মহানবী (সা.)কে নিয়ে কার্টুন আাঁকায় তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন বলে বিবিসির সংবাদে বলা হয়।