দেশজুড়ে

ধুনটে ১০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন

পানির প্রবল স্রোতে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুুরের দিকে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাতে একই স্থানে ২০০ মিটার অংশ যমুনায় বিলীন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে বানিয়াজান গ্রামে এক হাজার ২০০ মিটার দৈর্ঘ্য স্পার নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে যমুনা নদীর বুকে এক হাজার ৫০ মিটার দৈর্ঘ্য মাটির তৈরি স্যাঙ্ক এবং স্যাঙ্কের সামনের দিকে ১৫০ মিটার পাকা অবকাঠামো ছিল। পাউবো সূত্র জানায়, কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এতে করে প্রায় ১০০ মিটার বাঁধ ধসে যমুনায় বিলীন হয়ে যায়।উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবে বানিয়াজান স্পারের প্রায় ১০০ মিটার অংশ ধসে যায়। এতে করে স্পারের ভাটির দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, খবর পেয়ে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে।লিমন বাসার/এসএস/পিআর