কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তারাগুনিয়ার কৈপাল বাদুড়ঝোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের হেলপার বাবু। তার বাড়ি দৌলতপুর উপজেলার তারাগুনিয়ার গ্রামে। আরেকজন হলেন যাত্রী পলাশ। তার বাড়ি পাবনার ঈশ্বরদীতে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল হক ঘটনার সত্যতা স্বীকারে করে জানান, কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী আল আমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কৈপাল এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার বাবু ও যাত্রী পলাশ নিহত হন। আহত হন ১৫ জন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আল-মামুন সাগর/এসএস