দিনাজপুর জেলার পার্বতীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শাহাজাহান আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার সকাল ৯টায় পার্বতীপুর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের বেলাইচন্ডী ইউনিয়নের সাতকান্দর নামক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহাজাহান আলী উপজেলার ফতেজংপুর ইউনিয়ন হাসিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত শাহাবাজ আলীর ছেলে।স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন জানান, শাহাজাহান আলী প্রতিদিনের মতো শুক্রবার সকালে পার্বতীপুর উপজেলার রাবেয়া মোড়ে মাছ বিক্রি করতে যায়। মাছ বিক্রি শেষে বাইসাইকেলযোগে বাড়ী ফিরছিল। দিনাজপুর-রংপুর মহাসড়কের বেলাইচন্ডী ইউনিয়নের সাতকান্দর পৌঁছলে রংপুরগামী মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পার্বতীপুর হাইওয়ে পুলিশ স্টেশনের ইনচার্জ মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।এমদাদুল হক মিলন/এএম/এমএস