হিন্দু পুরোহিত ও সেবায়েতদের হত্যা করে যারা ভাবছেন প্রতিবেশী ভারতের সঙ্গে সু-সম্পর্ক নষ্ট হবে তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে বাড়ি ঘরে ও মন্দিরে হামলা করে প্রতিবেশী ভারতের সঙ্গে সু-সম্পর্ক নষ্ট করার জন্য যারা মতলব করছেন, তাদের এ হীন উদ্দেশ্য কখনো সফল হবে না।শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শ্রী শ্রী জগন্নাত মন্দিরে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সেতুমন্ত্রী বলেন, আমরা একটি প্রতিকূল পরিস্থিতির এবং চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। এই রকম সংকট প্রতিটি জাতির জীবনে আসে। তবে এ সংকট আমাদের আগে ছিল না। আমেরিকা, সৌদি আরব, ইংল্যান্ড,পাকিস্তানসহ বেশ কয়েকটি রাষ্ট্রের উগ্রবাদ বা জঙ্গিবাদের হামলার ঘটনার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন এটি এখন আন্তর্জাতিক সমস্যা। গুলশান ও শোলাকিয়া হামলার ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা শঙ্কিত নই। বাঙালি জাতি বীরের জাতি। পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এই জাতি ৭১ সালে দেশ স্বাধীন করেছে। ১৬ কোটি মানুষের মাঝে যে চেতনা এবং বীরত্বের ইতিহাস তাতে আমরা আবার ঘুরে দাঁড়াবো। মন্ত্রী আরো বলেন, এ পরিস্থিতির মধ্যে ও আমরা ঈদ উৎসব করেছি। কারো মধ্যে কোনো হতাশা বা বিষাদ ছিল না। পর্যটন এলাকাগুলো কক্সবাজার, কুয়াকাটায় ছিল মানুষের ঢল। এর মধ্যে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি। বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এবং নির্বাচনে অংশগ্রহণ না করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সরকার হঠানোর ষড়যন্ত্র করছে। তবে কারা কারা এসব ষড়যন্ত্র করছে এবং ইন্ধন ও নেপথ্যে রয়েছেন তা অচিরেই উদঘাটন হয়ে যাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভয়-ভীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু কিছু হিন্দুধর্মালম্বীদের হুমকি, উড়ো চিঠি দেয়া হচ্ছে। এর বাস্তবতা কতটুকু তার সরকারের পক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের আরো ঠান্ডায় মাথায় কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জেলা-উপজেলা ও মন্দিরে প্রতিরোধ কমিঠি গঠনের নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক, বসুরহাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতসহ স্থানীয় প্রশাসন ও হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন স্তরের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।মিজানুর রহমান/এআরএ/এমএস