দেশজুড়ে

রানীশংকৈলে বজ্রপাতে মহিলাসহ দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এক মহিলাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলো, ধর্মগড় চেকপোস্ট গ্রামের হারেস আলীর ছেলে আমজাদ হোসেন (১৯) ও রাতোর বাবুরিয়া গ্রামের নরেন্দ্রনাথ ওরফে নয়নের স্ত্রী সম্পা রানী (২৮)। শুক্রবার বিকেলে এসব ঘটনা ঘটে। ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, বৃষ্টিপাতের সময় আমজাদ আলী সীমান্ত ঘেঁষা নাগর নদীতে গোসল করছিল। এসময় বজ্রপাত হলে তিনি মারা যান। অপরদিকে, সম্পারানী বাড়ির উঠানে কাজ করছিল। এসময় বজ্রঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রবিউল এহসান রিপন/এআরএ/এমএস