দেশজুড়ে

নড়াইলে তিন মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি

নড়াইলের কলোরা ইউনিয়নের তিন মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনার পর ওই তিন মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।জানা গেছে, সদরের কলোরা ইউনিয়নের নলদিরচর সার্বজনীন দুর্গা মন্দিরের পুরোহিত সুজিত গোসাই, আগদিয়ারচর সেবাশ্রমের পুরোহিত উত্তম গোসাই ও আগদিয়ারচর দাসপাড়া মন্দিরের পুরোহিত বিমলকৃষ্ণ দাসকে কে বা কারা চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়। দুটি চিঠিতে ০১৭৯৮৬১৯৪২১ মোবাইল নম্বর দেওয়া রয়েছে। পুরোহিতরা বলেন, বৃহস্পতিবার রাতে এসব চিঠি পেলে শুক্রবার বিকেলে তারা বিষয়টি পুলিশকে জানান।এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা এ চিঠি দিয়েছে তার তদন্ত চলছে। তবে ওই তিন মন্দিরে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।হাফিজুল নিলু/এফএ/এমএস