জাতীয়

ঢাকার ৮ ওসি বদলি

রাজধানীর ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলী করা হয়েছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।আদেশে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে কলাবাগান থানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে নিউমার্কেট থানায়, নিউমার্কেট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহাবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, ডিএমপির মো. মতলুবর রহমানকে নিউমার্কেট থানার ওসি (তদন্ত) হিসেবে, পল্টন থানার মোরশেদ আলম পিপিএমকে গোয়েন্দা (পশ্চিম) বিভাগে, রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলামকে পল্টন থানায়, মতিঝিল থানার ওসি (তদন্ত) প্রলয় কুমার সাহাকে রামপুরা থানায় এবং মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের ওসি গোলাম রব্বানীকে ওসি (তদন্ত) মতিঝিল থানায় বদলি করা হয়েছে।কমিশনার স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।এআর/এসএইচএস/আরআইপি