নওগাঁ জেলার আত্রাইয়ে একাধিক মামলার আসামি ও জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য জুলফিকার রহমান দিনারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে ভবানীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুলফিকার রহমান ভবানীপুর গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে।আত্রাই সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজ্জা জানান, জুলফিকার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যদের নিয়ে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। পুলিশের কাছে এমন তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, ২০০৪ বাংলা ভাইয়ের তাণ্ডব, খুন, নির্যাতন, ঘর-বাড়ি লুটপাট করার সময় সক্রিয় অংশগ্রহণ করেছেন জুলফিকার রহমান। তার বিরুদ্ধে আত্রাই থানায় ২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।আব্বাস আলী/এএম/আরআইপি