দেশজুড়ে

নড়াইল পৌর মেয়র আটক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নড়াইলের পৌর মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে শহরের আলাদাতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল-লক্ষীপাশা সড়কের হাতিরবাগান এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  এ ঘটনায় আহত হন যশোরের চাড়াভিটা এলাকার হবি খান (৫৫ ) ও শুখদেব (৪৫) আহত হন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুলফিকার আলীকে আটক করা হয়েছে।