সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায় বন্যা এবং ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। রোববার সকালে নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, সকালে নবীনগর এলাকায় কলাগাছের ভেলায় বাড়ি থেকে স্থানীয় সড়কে যাচ্ছিল কিশোর শরবত আলী (১৪)। এসময় বন্যার পানির প্রবল স্রোতের তোড়ে ভেলাটি ডুবে গেলে সে নিখোঁজ হয়। নিখোঁজ শরবত আলী নবীনগর এলাকার আলমাস আলীর ছেলে। অন্যদিকে ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে মাছ শিকার করতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হন ননী দাস (৪৮) নামে এক জেলে। রোববার সকাল ৬টার দিকে ধারাম হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজ ননী দাস উপজেলার জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, সকালে ননী দাস তার ভাই সচীন্দ্র দাসকে (৫৮) নিয়ে একটি ছোট নৌকাযোগে ধারাম হাওরে মাছ শিকার করতে যান। একপর্যায়ে প্রবল ঢেউয়ের পানিতে নৌকাটি ডুবে যায়। এসময় তাদের আর্তনাদ শুনে হাওরের খানিকটা দূরে থাকা জেলেরা এগিয়ে এসে সচীন্দ্রকে উদ্ধার করে। কিন্তু ননী দাস হাওরের পানিতে তলিয়ে যান। ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) অনির্বাণ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পৃথক ঘটনায় নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জাগো নিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি। রাজু আহমেদ রমজান/এআরএ/এবিএস