দেশজুড়ে

বগুড়ায় ৩২০ বস্তা চাল লুট

বগুড়া জেলার শেরপুর উপজেলার দুবলাগাড়ী চকপোতায় মা-বাবার দোয়া প্রসেসিং রাইচ মিলে ট্রাক দিয়ে ৩২০ বস্তা চাল লুট করে নিয়েছে ডাকাতরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।রোববার ভোরে ট্রাক নিয়ে ১৫-১৬ জনের দুর্বৃত্ত দল এ ঘটনা ঘটায়। চাল লুট করার সময় পাশের আদর্শ অটো রাইচ মিলের ব্যবস্থাপক সাজু দেখে ফেলায় তাকে দুর্বৃত্তরা বেধড়ক মারপিট করে। এ সময় তার হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সাজুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যান এবং তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে চাল ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিলের মালিক আব্বাস হোসেন জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ট্রাক নিয়ে এই মিলে হানা দেয়। এ সময় মিলের ভেতরে কোনো লোকজন ছিলো না। প্রচণ্ড শব্দ শোনার পর পাশের আদর্শ অটো রাইচ মিলের ব্যবস্থাপক সাজু দরজা খুলে বের হন। ওই মুহূর্তে দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে মারধর করে চোখে পাওয়ার চশমা লাগিয়ে দেয়।১৫-১৬ জনের দুর্বৃত্তরা ট্রাকে ৩২০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। তবে আহত সাজু কাউকে চিনতে পারেননি বলে জানান ব্যবসায়ীরা।শেরপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি স্রেফ চুরির ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত চোরদের শনাক্তকরণ ও ধরার চেষ্টা চলছে। লিমন বাসার/এএম/এবিএস