মাদারীপুর কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা কালিনগর গ্রামের লঞ্চঘাটের পাশে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে এ ব্যাপারে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদে দুপুরে স্থানীয়রা দুইটি পা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালার নির্দেশে এসআই মো. ওয়াদুদ মিয়া, এসআই জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের (৩২) মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি গলে পঁচে গন্ধ বের হচ্ছে। মরদেহের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।এ কে এম নাসিরুল হক/এআরএ/এবিএস