বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচির মধ্যে এবার ঢাকাসহ মোট ১৪ জেলায় সোমবার হরতালের ডাক দিয়েছে ছাত্রদল। রোববার সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। ঢাকা ছাড়া অন্য জেলাগুলো হচ্ছে-নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা।দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে ঢাকার ১৬ স্থানে ‘গণতন্ত্রের বিজয়ে সমাবেশ’ করার কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ৫ জানুয়ারির দুই দিন আগে শনিবার রাতে নিজ রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি।আরএস