রাজনীতি

সোমবার ঢাকাসহ ১৪ জেলায় ছাত্রদলের হরতাল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচির মধ্যে এবার ঢাকাসহ মোট ১৪ জেলায় সোমবার হরতালের ডাক দিয়েছে ছাত্রদল। রোববার সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। ঢাকা ছাড়া অন্য জেলাগুলো হচ্ছে-নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা।দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে ঢাকার ১৬ স্থানে ‘গণতন্ত্রের বিজয়ে সমাবেশ’ করার কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ৫ জানুয়ারির দুই দিন আগে শনিবার রাতে নিজ রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি।আরএস