বগুড়ায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতালে কোনো প্রভাব পড়েনি জনজীবনে। সকাল থেকে হরতাল আহ্বানকারী বিএনপির কোনো নেতাকর্মীকেই মাঠে দেখা যায়নি। স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮ টায় হরতাল বিরোধী মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি শহরের সাতমাথা দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে থানামোড় প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সকাল থেকে শহরে সব ধরনরে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দুরপাল্লার যানবাহনগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাশ ও পরীক্ষা শুরু হয়েছে যথা সময়ে। শুধু শহরের বিয়াম স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের পরীক্ষা স্থগিত করেছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহর এবং শহরতলীতে হরতালের সমর্থনে কোনো মিছিল এবং পিকেটিং এর খবর পাওয়া যায়নি। তবে পুলিশের প্রস্তুতি ছিল ব্যাপক। শহরের সাতমাথায় জলকামান এবং রায়টকার প্রস্তুত রাখার পাশাপাশি শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও হরতালের কোনো প্রভাব নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে। নেতাকর্মীদের নীরবতা প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন জানান, পুলিশি বাধার কারণে মাঠে নামা যায়নি। নেতাকর্মীরা সকলে দলীয় কার্যালয়ের ভেতরেই ছিল। আর জনগণ নিজেরাই হরতাল পালন করেছে। এ কারণে পিকেটিং প্রয়োজন হয়নি।উল্লেখ্য, দুদকের করা অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে সোমবার বগুড়ায় অর্ধদিবস হরতাল আহ্বান করে বিএনপি।লিমন বাসার/এসএস/এমএস