দেশজুড়ে

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টায় হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি আমতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখলাছুর রহমান খোকন/এসএস/এবিএস