সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনী গ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- খুকনী গ্রামের তাঁত ব্যবসায়ী হাজী খোরশেদ আলীর ছেলে আবু হুরায়রা (৩) ও তাঁত শ্রমিক ফুলচাঁন আলীর মেয়ে ফাইমা খাতুন (২)। এরা সম্পর্কে মামা-ভাগ্নি।পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মামা ভাগ্নি বাড়ির পাশে খেলা করছিল। খেলার ছলে তারা বাড়ির পাশের বন্যার পানিতে নেমে পড়ে। খেলার কোনো এক সময়ে তারা বানের পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে মরদেহ দুটো পানিতে ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ শোক প্রকাশ করে জানান, শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার ব্যবস্থা করা হচ্ছে। বাদল ভৌমিক/এসএস/পিআর