নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুলিতে মাসুদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টায় হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ হাজীপুর গ্রামের রহিম উদ্দিন হাজীবাড়ির তাজুল ইসলামের ছেলে। নিহত মাসুদের ছোট ভাই জুয়েল জানান, তার ভাই কাঠমিস্ত্রির কাজ করেন। দুপুরে বাড়ির সামনে তাকে সম্রাট বাহিনীর লোকজন গুলি করে। তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, একই গ্রুপের সন্ত্রাসীরা আরিফ হাজীপুলের কাছে সোহেলসহ আরো দুইজনকে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে সোহেলকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, হাজীপুরের সম্রাট ও সুমন বাহিনীর মধ্যে মূলত আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। সম্রাট নিজেকে যুবলীগের কর্মী দাবি করে আসছেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৮-১০টি মামলা রয়েছে। মিজানুর রহমান/এএম/আরআইপি