জঙ্গি সংগঠন আইএসের নামে চিঠি দিয়ে বগুড়া সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা এবং শিব মন্দিরের পুরোহিত মৃনাল কান্তি ভাদুরী ও তার ছেলে শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানা গেছে, ডাকযোগে পাঠানো একটি চিঠি গত বৃহস্পতিবার বিকেলে হাতে পান পুরোহিত মৃণাল কান্তি ভাদুরী। চিঠি পড়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বিষয়টি সদর থানায় অবহিত করেন। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘বিশ্ব পদে জয় আনতে আমরা আছি পুরোহিত নিধন করতে। বর্তমানে তোর পালা। ঝিনাইদহের পুরোহিত শামানন্দকে হত্যার পর তোর পালা ছিল। তাই তুই আর তোর ছেলেকে একসঙ্গে টার্গেট ছিল বা আছে। তোর যদি কিছু খাইতে মন চায় তুই ভালো করে খেয়ে নে। এর বেশি আমরা কিছু বলতে পারিব না। বগুড়ার মধ্যে পীরগাছা আমাদের বড় টার্গেট।’এরপর বি:দ্র: দিয়ে লেখা রয়েছে “আমরা যাকে টার্গেট করি তাকে ছাড়ি না। তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আর ছেলেকে বাড়ি হতে বাহির হইলেই মারবো।” এ ঘটনার পর থেকে দুই জন পুলিশ কনস্টেবল ও চার জন গ্রাম পুলিশ পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।এআরএ/পিআর