আন্তর্জাতিক

মোজাম্বিকে বিষাক্ত মদপানে ৬৯ জনের মৃত্যু

মোজাম্বিকের চিটিমায় বিষাক্ত মদ্যপানে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরম্যান্দো গুয়েবুজা।স্থানীয় সূত্র জানায়, ঘরে তৈরি এই মদ পান করার পর ডায়রিয়ার শিকার হয়ে তারা মারা গেছেন। এ ঘটনায় আরো একশো সত্তর জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।যে ড্রামে এই মদ প্রস্তুত করা হয়েছে সেটি পরীক্ষার জন্য জাতীয় গবেষণাগারে পাঠানো হয়েছে বলেও জানায় তারা।