নওগাঁর মান্দায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে শেফালি রাণী (৪৫) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে সুতিহাট নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শেফালি রাণী উপজেলার সুতিহাট শ্রীরামপুর গ্রামে ঋষি পাড়ার ভবেশের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মান্দা থানা পুলিশ সুতিহাট এলাকায় মাদক নির্মূল অভিযান টহল দিচ্ছিলেন। এসময় শেফালি রাণী পালাতে গিয়ে সুতিহাটে নওগাঁ-রাজশাহী মহাসড়কে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী বাসের চাকায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে শেফালি রাণী মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করছে।এ ব্যাপারে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শেফালি রাণী রাস্তা পারাপারের সময় বাসচাপায় ঘটনাস্থলে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আব্বাস আলী/এআরএ/পিআর