দেশজুড়ে

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম (৪৫) (ব্যাচ নং-৩২০) গাইবান্ধা জেলা সদরের তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পিকআপ চালক।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কঙ্কন বিশ্বাস জানান, মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন জহুরুল। এ সময় রাজশাহী থেকে চট্টগ্রাামগামী একটি ট্রাক (চট্ট মেট্রো-৮১-০৩৭২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা  পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে। বাদল ভৌমিক/এসএস/আরআইপি