কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটের পদ্মানদীর কাঁঠালবাড়ী ঘাট এলাকায় স্পিডবোট ডুবির ঘটনায় চারজন যাত্রী নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন আরো ৬ যাত্রী। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোনো পরিচয় পাওয়া যায়নি।কাওড়াকান্দি ঘাট ও শিবচর থানা সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে আসা একটি স্পিডবোট রাতের অন্ধকারে দিক নির্ণয় করতে না পেরে নদীতে থাকা ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা কমপক্ষে ১৬ জন যাত্রী পানিতে ডুবে যায়। এসময় কমপক্ষে ৬ জন যাত্রী আহত হন। আহতদের ট্রলারে করে উদ্ধার করে কাঁঠালবাড়ী ঘাটে নিয়ে আসে স্থানীয়রা। স্পিডবোটের সকল যাত্রীকেই অবশেষে পৌনে ১০টা সময় পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে পুলিশের দাবি।শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ড্রেজারের পাইপে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। বেশ কয়েকজন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যান্যরা পাশের চরে সাঁতরে উঠেন। তবে চার যাত্রীর খোঁজ এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাচ্ছে।এ কে এম নাসিরুল হক/এআরএ/এবিএস