ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগ দিচ্ছেন সাবেক বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া প্রদা। এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপির প্রধান কার্যালয়ে দলে যোগ দেন তৃণমূলের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তা কিরণ বেদী এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে শিগগিরই দলে জয়া প্রদা যোগ দিবেন বলে জানা গেছে।বিজেপি প্রধান অমিত শাহ জানিয়েছেন, দিল্লিতে আগামী মাসের বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন কিরণ বেদী। ৬৫ বছর বয়সী কিরণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দলে তার উপস্থিতি দিল্লির বিজেপি শাখাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।এদিকে বৃহস্পতিবার বিকেলে ছেলে সুব্রত ঠাকুরকে সঙ্গে নিয়ে নিজ দল ও উদ্বাস্তু উন্নয়ন এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। অন্যদিকে সমাজবাদী পার্টি ও দলটির প্রধান মুলায়েম সিংকে নিয়ে তিক্ত অভিজ্ঞতার পরই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জয়া প্রদা।বৃহস্পতিবার এনডিটিভিকে তিনি বলেন, তারা (সমাজবাদী পার্টি) কখনই নারীর সম্মান করে না। তাই আমি বিজেপিতে যোগদান করব।একাধিক সূত্র মতে, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কিরণ বেদী। ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারেকে বরাবরই সমর্থন দিয়েছেন কিরণ। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে আসছেন তিনি।