হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. মো. আব্দুল মজিদ খান। হিলিপ ও হিমলিপ প্রকল্পের আওতায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় রয়েছে নোয়াগড় গ্রামে প্রায় ৩ কিলোমিটার রাস্তা, বাজারের শেড, বদলপুর বাজার শেড ও আজমিরীগঞ্জ থেকে পাহাড়পুর রাস্তার বদলপুর অংশের প্রায় ৭ কিলোমিটার। উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আতর আলী মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকির সেকেন্দার, সিনিয়র প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা বিআরবিডির চেয়ারম্যান নজমুল হোসেন, ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির সামছু, হিলিপের জেলা প্রকল্প সমন্বয়কারী সোরাব আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান প্রমুখ।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস