দেশজুড়ে

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গোলবাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তাহিরপুর-বাদাঘাট আঞ্চলিক সড়কের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলবাহার বেগম উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও গ্রামের মৃত ফৌজদার মিয়ার স্ত্রী।  তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, ইসলামপুর এলাকায় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল পথচারী গোলবাহার বেগমকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। গুরুতর  আহত অবস্থায় এলাকাবাসী ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এআরএ/এমএস