জয়পুরহাটে বাস পোড়ানোসহ একাধিক নাশকতার মামলার পলাতক আসামি জেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে জয়পুরহাট পৌর এলাকার বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আতাউর রহমান সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ডুগুর গ্রামের মৃত শামছুদ্দীন মন্ডলের ছেলে।জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বাসপাড়া এলাকার জনৈক মালেকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাস পোড়ানোসহ জয়পুরহাট সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিল।রাশেদুজ্জামান/এসএস/এবিএস