দেশজুড়ে

চিত্রায় নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নাহিদ (৮) নামে এক শিশু নিখোঁজের ২ দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদরের ভদ্রবিলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  নাহিদ শহরের রূপগঞ্জ এলাকার ভাড়াটিয়া দিনমজুর ইমরান হোসেনের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহরের রূপগঞ্জ গুদামঘাট এলাকায় নাহিদ তার এক বন্ধুর সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নাহিদের বন্ধু উঠে গেলেও সে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও নাহিদকে খুঁজে পায়নি।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। হাফিজুল নিলু/এসএস/আরআইপি