নড়াইল জেলার লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা আশরাফুল আলম (জগ প্রতীক) নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম (জগ প্রতীকে) নিয়ে ছয় হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিপি খানম (নৌকা প্রতীকে) পেয়েছেন চার হাজার ৪৩৩ ভোট।কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লোহাগড়া পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ১১টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৬৩৬। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৫৯২ আর পুরুষ ভোটার হলো ১০ হাজার ০৪৪ জন।তৃতীয় বারের মতো লোহাগড়া পৌরসভার এ নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লিপি খানম, বিএনপির ধানের শীষ প্রতীকে বর্তমান মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আশরাফুল আলম জগ প্রতীকে এবং আরেক বিদ্রোহী প্রার্থী শরীফুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে নির্বাচন করছেন।পাশাপাশি সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১২ নারী কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ওয়ার্ডে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।হাফিজুল নিলু/এএম/এবিএস