মাদারীপুর জেলার টেকেরহাট বন্দরে সোমবার সন্ধ্যায় আগুন লেগে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজৈরের খালিয়া ও ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, সন্ধ্যার দিকে জেলার টেকেরহাট বন্দরের ঘনবসতিপূর্ণ একটি ডেকোরেটরের দোকানে আগুন লাগে। সেখান থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ডেকোরেটরের পাশের মো. হবিমিয়ার বিসমিল্লাহ ডেকোরেটর, মাসুদ মিয়ার ঔষধের দোকান, গনেশের মুদি দোকান, গোলক বালার গার্মেন্টসসহ প্রায় ১৯টি দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, আলমগীরের মালিকানাধীন শরীফ ছাতা বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।এ কে এমনাসিরুল হক/এএম/পিআর