হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ জংশনের কাছে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মোফাজ্জাল হক জানায়, মালবাহী ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাচ্ছিল। চলন্ত অবস্থায় জংশন ছেড়ে রেলক্রসিংয়ে বিকট শব্দে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। শায়েস্তাগঞ্জ রেল জংশনের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আক্তার (পথ) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত চাকা উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।এখলাছুর রহমান খোকন/এসএস/এবিএস