বছরের তিন তিনটে শুক্রবার পেরিয়ে গেল কিন্তু বছরের প্রথম হিট ছবি এখনও পেল না বলিউড। কেউ কেউ ভেবেছিলেন বিপাশা বসুর ভয়ের সিনেমা `অ্যালোন` হয়তো বছরের প্রথম হিটের খাতায় নাম লেখাতে চলেছে, কিন্তু প্রথম তিনদিনের বক্স অফিসের প্রাপ্তি অনুসারে বিপাশাকে হতাশাই হতে হচ্ছে। কোনও বড় রিলিজ না থাকলেও প্রথম দুদিনে অ্যালোন মাত্র ৯ কোটি টাকার ব্যবসা করতে চলেছে। বিশেষজ্ঞরা আর এই ছবিকে নিয়ে বিশেষ আশা দেখছেন না।বছরের প্রথম বড় রিলিজ অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহার `তেভর`-ও বক্স অফিসে ব্যর্থ হয়। গত ১৯ ডিসেম্বর রিলিজ হওয়া পিকে-র দুরন্ত সাফল্যের পর এখনও পর্যন্ত কোনও বলিউঢ সিনেমা হালে পানি পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, পিকে-র মত এতবড় সাফল্যের পর এমন হওয়াটা খুব স্বাভাবিক। এখন দেখার ২৩ জানুয়ারি রিলিজ হতে চলা অক্ষয় কুমারের বেবি ও সোনম কাপুরের ডলি দি ডোলি বলিউডের মুখে হাসি আনতে পারে কি না।