দেশজুড়ে

বাজিতপুরে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রভাব

মৃদু শৈত্য প্রবাহে হাওড় অধ্যুষিত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রভাব পড়েছে। বাজিতপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিনে আক্রান্ত হয়েছে অন্তত ২০ জন। তাদের অধিকাংশই শিশু।উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার ও এর আগের দিন রোববার নিউমোনিয়া আক্রন্ত হয়ে ১০ জন শিশু ও ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্তদের মাঝে রয়েছে, উপজেলার রাবারকান্দি গ্রামের শওকত মিয়ার ছেলে জুনাঈদ (১৫ মাস), সরারচর নগর ভান্ডার গ্রামের বাদল মিয়ার ছেলে হাকিমুল হাসান (৬ মাস) দিঘীরপাড় এলাকার খায়রুল মিয়ার কন্যা তাকিয়া (১ বছর) একই এলাকার শোভারামপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে লায়েছ (৩ মাস) এবং ডায়ারিয়ায় আক্রান্তদের মঝে রয়েছে, রাব্বি (৬ মাস), সময় (১৩ মাস), রকিব (৯ মাস)। এছাড়াও বৃদ্ধসহ বিভিন্ন ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের চিকিৎসক এইচ.আর সরকার উত্তম জানান, শীতজনিত কারণে শিশু ও বৃদ্ধরা এসব রোগে আক্রান্ত হয়ে থাকে।-এমএএস