বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশাল কার্যালয়ে একে এক হাজির হচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ইতিমধ্যে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, ব্যারিস্টার মওদুদ আহমদ, আরএ গনি, নজরুল ইসলাম খান ও সারোয়ারি আলম খালেদা জিয়ার কার্যালয়ে ভিতরে প্রবেশ করেছেন।সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে তারা একে একে কার্যালয়ে প্রবেশ করেন। এছাড়া স্থায়ী কমিটির অন্য সদস্যরা আসবেন বলেও জানা গেছে।এরআগে চলমান পরিস্থিতিতে পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দিবাগত রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, দীর্ঘ ১৫ দিন পর রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ, জলকামান ও সকল প্রকার ব্যারিকেড সরিয়ে নেয়া হয়েছে।আরএস