লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে সোমবার রাতে উল্লাস (৬) নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর এক লক্ষ টাকা মুক্তি পণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দেয়ায় ওই স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলে রাখে অপহরণকারীরা।স্থানীয় লোকজন জানান, ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের হলুদ ব্যবসায়ী নুরুজ্জামানের ছেলে হাতীবান্ধা শিশু নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র উল্লাসকে সন্ধ্যার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবার মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর কিছুক্ষণ পর আবার জানানো হয় তার ছেলেকে হত্যা করে উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে স্থানীয় লোকজন এসে উল্লাসের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। হাতীবান্ধা থানা পুলিশের ওসি আঃ মতিন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এমএএস