সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় একটি ভেজাল পণ্যের কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ইটাগাছার জনৈক বুলবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের মৃত মহরম আলী গাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ও ভোলার বোরহানউদ্দীন থানার লক্ষ্মীপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আনোয়ার হোসেন মৃধা।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেমি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটাগাছায় ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। বিকেলে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী, ডিটারজেন্ট পাউডার ও পানীয়সহ বিভিন্ন পণ্য তৈরির অভিযোগে মামুন ও আনোয়ারকে আটক করা হয়। এ সময় কারাখানার মালিক পালিয়ে যায়। আকরামুল ইসলাম/এএম/আরআইপি