বিনোদন

মায়ের লেখা গানে বৃষ্টির অ্যালবাম

প্রথমবারের মত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সেরাকণ্ঠখ্যাত বৃষ্টি মুৎসুদ্দি। অ্যালবামের গানগুলো লিখেছেন তার মা ডা. শেলী বড়ুয়া। এতে থাকছে ৮টি  বিভিন্ন ধারার গান। এ প্রসঙ্গে বৃষ্টি মুৎসুদ্দি বলেন, `মায়ের লেখা গান দিয়েই ক্যারিয়ারের প্রথম একক অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছি। সে লক্ষ্যে কাজও এগিয়ে নিচ্ছি। ইতোমধ্যেই অ্যালবামের বেশ কটি গানের রেকর্ডিং হয়েছে। পড়াশোনার কারণে মধ্যে বেশকিছুদিন অ্যালবামের কাজ করতে পারিনি। বর্তমানে পড়াশোনার ঝামেলাটা কম। তাই পুরোদমে অ্যালবামের কাজ করেছি। আশা করছি, চলতি বছরের ঈদে অ্যালবামটি প্রকাশ করতে পারব।` উল্লেখ্য, বৃষ্টি মুৎসুদ্দি `চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১২`-এর মধ্যদিয়ে সঙ্গীতাঙ্গনে পা রাখেন। মাত্র চার বছর বয়সেই মায়ের কাছে তার গানের হাতেখড়ি। আর মাত্র ছয় বছর বয়সে বৃষ্টি জাতীয় শিশু পুরস্কার এবং শিক্ষা সপ্তাহ পুরস্কারে অংশ নিয়ে স্বর্ণপদক লাভ করেন। পাশাপাশি নতুন কুঁড়ি, পদ্ম কুঁড়ি, কমল কুঁড়ির মতো জাতীয় সব প্রতিযোগিতায় সেরা হয়েছেন তিনি।এইচএন